বাংলার ভোর প্রতিবেদক
“বৈচিত্র্যকে সম্মান করি, সাম্প্রদায়িকতা পরিহার করি, সম্প্রীতি বজায় রাখি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় যশোর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রসহ সকল জেলা শাখায় একই সময়ে এই কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতানা রহমান জলি, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, সুরধুনী সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সভাপতি আমিনুর রহমান হিরু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হাসান এবং জনউদ্যোগের সদস্য কিশোর কুমার কাজল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা পরিষদ যশোর জেলা কমিটির লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার কণা।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘকাল ধরে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতি, গোত্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মহিলা পরিষদ সবসময় সক্রিয় রয়েছে। তারা আরও বলেন, সমাজের সকল স্তরের মানুষকে বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং কোনো ধরনের বিভেদ বা সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়া যাবে না। সম্প্রীতি ও সহনশীলতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করা সম্ভব।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version