নিজস্ব প্রতিবেদক
যশোরে গ্রামীণফোনের সিম কিনতে গিয়ে মারপিটের শিকার হয়েছেন ইয়াছিন আরাফাত (২১) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে শহরস্থ রেলগেট মুজিব সড়ক আরিফ টেলিকম নামক দোকানের সামনে। তিনি শহরের ষষ্ঠীতলা (পাখি পট্টি) এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত ইয়াছিন জানান, তিনি তার মা লিপি বেগমকে সাথে নিয়ে গ্রামীণফোনের একটি সিম কিনতে যান। শহরের রেলগেট মুজিব সড়ক আরিফ টেলিকম নামক দোকানের সামনে গ্রামীণফোনের বড় ছাতা মেলে বিভিন্ন ছাড় দেখতে পেয়ে সেখানে তারা সিম কিনতে যান। এসময় সিম বিক্রেতা শহরতলীর ঝুমঝুমপুরের নুরুল আজিম (৩৫) এর সাথে দরদাম নিয়ে তার সাথে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে বিক্রেতা তাকে পাশে থাকা লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, তার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় আঘাতের ফলে তার কান দিয়ে রক্ত বের হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version