বাংলার ভোর প্রতিবেদক
আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামে বিএনপির যুব সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন আবুল কাশেম যিনি পরে সভাপতি হন এবং সাইফুর রহমান প্রথম সাধারণ সম্পাদক হন। বর্তমানে আব্দুল মোনায়েম মুন্না সভাপতি ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা যুবদল নানা কর্মসূচি নিয়েছে। সকালে শহরের লাল দীঘিস্থ দলীয় কার্যালয়ে দলায় পতাকা উত্তোলন। এরপর বিকাল ৩টায় যশোর শহরের টাউন হল ময়দানে সমাবেশ হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
প্রধান বক্তা থাকবেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সমাবেশ থেকে শহরে আনন্দ মিছিল বের করবেন নেতাকর্মীরা। কর্মসূচিতে জেলা যুবদল ছাড়াও সংগঠনটির সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নিবেন বলে জানিছেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানা।

