মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে স্ত্রী চাঁদনী খাতুনকে (২০) হত্যার অভিযোগে স্বামী মশিয়ার রহমানকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার শ্যামকুড় ইউপির গুরদাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চাঁদনী উপজেলার মারুফদা গ্রামের শাহজাহান আলীর মেয়ে।
নিহতের বাবা শাহজাহান আলী জানান, এক বছর আগে গুরদাহ গ্রামের মশিয়ার রহমানের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে তার মেয়েকে শারীরিক নির্যাতন করতেন স্বামী। একপর্যায়ে দুই লাখ টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে দিলেও নির্যাতন থামেনি। গত কয়েক দিন আগে মোটরসাইকেলটি বিক্রি করে দিলে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। সোমবার রাতে চাঁদনীকে শারীরিক নির্যাতন করলে মেয়ের মৃত্যু হয় বলে অভিযোগ বাবার।
এ ঘটনায় বাবা বাদী হয়ে মহেশপুর থানায় মামলা করলে রাতেই লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় মশিয়ার রহমানকে আটক করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি তদন্ত) ইসমাইল হোসেন জানান, রাতেই একটি হত্যা মামলা করা হয়েছে। হত্যা মামলায় নিহতের স্বামী মশিয়ারকে আটক করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিরোনাম:
- কেশবপুর মডার্ণ হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু
- ‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!
- ‘অজ্ঞাত আসামি’র মামলায় গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি
- প্রথমবারের মত ঈদগাহ ময়দানে বক্তব্য রাখবেন জামায়াত প্রধান
- সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য দম্পতির বিরুদ্ধে দুর্নীতির মামলা
- যশোরে মধুমেলার নিলাম শুরুর আগে বিএনপির দু’গ্রুপের হাতাহাতি
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কম্বল বিতরণ
- দেয়াড়া স্বেচ্ছাসেবক দলের কম্বল বিতরণ