মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে স্ত্রী চাঁদনী খাতুনকে (২০) হত্যার অভিযোগে স্বামী মশিয়ার রহমানকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার শ্যামকুড় ইউপির গুরদাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চাঁদনী উপজেলার মারুফদা গ্রামের শাহজাহান আলীর মেয়ে।
নিহতের বাবা শাহজাহান আলী জানান, এক বছর আগে গুরদাহ গ্রামের মশিয়ার রহমানের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে তার মেয়েকে শারীরিক নির্যাতন করতেন স্বামী। একপর্যায়ে দুই লাখ টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে দিলেও নির্যাতন থামেনি। গত কয়েক দিন আগে মোটরসাইকেলটি বিক্রি করে দিলে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। সোমবার রাতে চাঁদনীকে শারীরিক নির্যাতন করলে মেয়ের মৃত্যু হয় বলে অভিযোগ বাবার।
এ ঘটনায় বাবা বাদী হয়ে মহেশপুর থানায় মামলা করলে রাতেই লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় মশিয়ার রহমানকে আটক করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি তদন্ত) ইসমাইল হোসেন জানান, রাতেই একটি হত্যা মামলা করা হয়েছে। হত্যা মামলায় নিহতের স্বামী মশিয়ারকে আটক করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিরোনাম:
- গদখালীতে মহাসড়কের পাশে ফুল বেচাকেনায় নিষেধাজ্ঞা
- বটতলায় ঐতিহ্যের লোকজ মেলায় সম্প্রীতির মেলবন্ধন
- আমাদের রবীন্দ্র চর্চা বাড়াতে হবে : অর্দ্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায়
- অচিরেই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে : নার্গিস বেগম
- কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে ইউএনও’দের নির্দেশ
- যশোরে মোটর গ্যারেজ মালিককে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ
- ডুমুরিয়ায় ৪ দিনব্যাপি বিশেষ সেবা কার্যক্রম উদ্বোধন
- ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি কোর্স স্নাতক সমমানের দাবি