বিবি প্রতিবেদক
যশোর পুরাতন পৌরসভা হরিজন কলোনিতে মাদকদ্রব্য বিক্রি ও সেবন বন্ধের দাবিতে মানবন্ধন করেছেন শহরের বিভিন্ন হরিজন কলোনীর বাসিন্দারা। গতকাল দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে পৌরসভার ৭টি হরিজন পল্লীর বাসিন্দরা এই মানববন্ধনে অংশ নেন। এর আগে, একই দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের কাছে স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, যশোর পৌরসভায় ঢাকা রোড তালতলা হরিজন কলোনি, ঋষিপাড়া রেল বাজার হরিজন কলোনি, হেলা সমাজ রেল রোড হরিজন কলোনি, ধর্মতলা, মাঠপাড়া, পুলিশ লাইন টালিখোলা ও গোড়াপাড়ায় হরিজন কলোনি রয়েছে। এর মধ্যে এম কে রোড পুরাতন পৌরসভা হরিজন কলোনির নেতাদের সহযোগিতায় মাদক দ্রব্য সেবন, বিক্রি ও অনৈতিক কর্যকলাপ হয়। পৌরসভা হরিজন কলোনির ৩০ টি ঘরের মধ্যে দুই থেকে একটি ঘর বাদে সব ঘরে অবৈধভাবে মাদকদ্রব্য সেবনসহ অন্যান্য অসামাজিক কার্যকলাপ প্রায়ই হচ্ছে। এতে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে এলাকায় বসবাস করতে পারছেননা। ডোমপল্লীতে যুব সমাজ মাদকদ্রব্য সেবন করে এবং বাসায় এসে অশান্তি সৃষ্টি করে যাতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা সাতটি হরিজন কলোনি কয়েকবার সামাজিকভাবে মাদকদ্রব্য সেবন ও বিক্রি বন্ধের চেষ্টা করি কিন্তু তারা বিভিন্ন সন্ত্রাসী দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে। এ ধরনের কার্যকলাপ চলতে থাকলে, যেকোনো সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে।
মানববন্ধনে অভিযোগ করেন এম কে রোড পুরাতন পৌরসভা হরিজন কলোনির মাদকদ্রব্য সেবন ও বিক্রয়ের মূল ভূমিকায় আছেন পঞ্চায়েতের সভাপতি মতিলাল হরিজন, জুয়েল হরিজন, দেবলিয়া হরিজন, স্বপন হরিজন ও দিলীপ হরিজন। শহরের বিভিন্ন এলাকার যুবকেরা মাদকদ্রব্য সেবন করে এই কলোনির পরিবেশ নষ্ট করছে। ফলে কলোনিটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এই বিষয়ে দ্রুত তারা প্রতিকার চেয়েছেন।
মানবন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডোম ঐক্য পরিষদ যশোর জেলা শাখার সভাপতি খোকন চন্দ্র বিশ্বাস, ডোম পঞ্চায়েত কমিটি যশোরের সভাপতি সুরেশ ডোম, সাধারণ সম্পাদক মন্টু ডোম প্রমুখ।
শিরোনাম:
- ষাটোর্ধ্ব মায়েদের শীতবস্ত্র ও চাল দিল জয়তী সোসাইটি
- ব্লাকমেইল চক্রের নয় সদস্য আটক যশোরে
- ১৫ বছর পর মিটু হত্যাকাণ্ডের আসামি আটক পিবিআই’র
- যশোরে অবৈধ মবিল কারাখানায় ভোক্তার অভিযান, লাখ টাকা জরিমানা
- চৌগাছায় দুইশ’ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ ও উৎসাহ বোনাসের চেক বিতরণ
- সড়ক সংস্কারের আশ্বাস দিতে এসে আন্দোলনকারীদের তোপের মুখে যশোর সওজ প্রকৌশলী
- খুলনায় খেয়াঘাট দখল নিতে হামলা, বিএনপি নেতাসহ ৯ জনের নামে মামলা
- চৌগাছায় প্রাইভেট কারসহ তিন ছিনতাইকারী আটক