চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের খুটির জোর কোথায় ? বুধবার (৩১ ডিসেম্বর) রাষ্ট্র যেখানে তিন দিন শোক ঘোষণা করেন সেখানে রাষ্ট্রের আদেশ লংঘন করে হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম স্কুলের কার্যক্রম চালাচ্ছেন কোন শক্তিতে ?। এমন প্রশ্ন এলাকার সাধারণ মানুষের মুখে মুখে।
দেশের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশবাসী শোকাহত। দেশে চলছে রাষ্ট্রীয় শোক। সেখানে তিনি বন্ধের দিনে স্কুল খোলা রেখে রীতিমতো রাষ্ট্রীয় আদেশকে অমান্য করেছেন।
কয়েকজন শিক্ষক জানান, প্রধান শিক্ষক বিদ্যালয়ের কোন ব্যাপারে কারো পরামর্শ নেননা। ৩১ ডিসেম্বর স্কুল বন্ধ থাকলেও তিনি জোরপূর্বক আমাদেরকে স্কুলে আসতে বাধ্য করেন। তিনি বলেন আমার স্কুলে আমার কথায় শেষ কথা। এখানে আমার আইন চলবে। আমি যেটা বলব সেটাই আইন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, ৩০ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফলাফল দেয়া হয়। কিছু বাকি ছিলো তাই শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকদের ডেকে দেয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম বজলুর রশিদ বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলটির পরিচালনা পরিষদের সভাপতি তানভির আহমদ বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে

