বাংলার ভোর প্রতিবেদক
‘আলোকিত মানুষ চাই’ স্লোগানকে সামনে রেখে যশোর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দানবীর হাজী মোহাম্মদ মহসীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের পরিচালনায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন, শিক্ষানুরাগী চৌধুরী আশরাফুল ইসলাম মিলন।

সহকারী প্রধান শিক্ষক মাহফুজুর রহমান,সিনিয়র শিক্ষক মো. কামরুজ্জামান, সহকারী শিক্ষক গোলাম রব্বানী পর্যায়ক্রমে যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক গৌতম কুমার কর, তাসলিমা খাতুন, মাহমুদা পারভীন, নুরুল ইসলাম, ওজিয়ার রহমান, রাসেল উদ্দিন, সেলিম রেজা, নাজমুল হাসান, সোহেল রানা, মাহমুদা খাতুন সহ অন্যান্য শিক্ষক মন্ডলীসহ স্কুলের সকল শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষ শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Share.
Exit mobile version