বাংরার খেলা
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচই হেরেছে বাংলাদেশ। গতকাল রাতে তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।
এর আগে ডানেডিনে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। মাঠে দুইবার বৃষ্টি হানা দিলে ৩০ ওভারের ম্যাচে পরিণত হয় খেলা। টস হেরে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৭ উইকেট হারিয়ে ৩০ ওভারে তোলে ২৩৯ রান। কিন্তু ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩০ ওভারে বাংলাদেশ লক্ষ্য পায় ২৪৫ রানের। ব্যাট করতে নেমে আদ্র পিচে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ। ফলে ২০০ রানেই অলআউট হয় যায় টাইগাররা।
এরপর নেলসনে দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকারের রেকর্ডগড়া সেঞ্চুরিকে স্লান করে দিয়ে ৭ উইকেটে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই সিরিজও জয় করে নিয়েছে স্বাগতিকরা। ওই ম্যাচে শচিন টেন্ডুলকারকে পেছনে ফেলে এশিয়ান ব্যাটার হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস (১৫১ বলে ১৬৯) খেলার রেকর্ড করেন সৌম্য।
আজ শুক্রবার বাংলাদেশের সামনে সম্মান বাঁচানোর ম্যাচ। ম্যাচটি হেরে গেলে হোয়াইটওয়াশের লজ্জায় পড়ে যাবে বাংলাদেশ। সেই লজ্জা এড়াতে বাংলাদেশ সময় ভোর চারটায় ম্যাকলিন পার্কে কিউইদের মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচের মধ্য দিয়ে চার বছর পর ম্যাকলিন পার্কে ফিরছে ওয়ানডে ক্রিকেট। এই ভেন্যুতে হওয়া সবশেষ ২০১৯ সালের ওয়ানডে ম্যাচও বাংলাদেশের বিপক্ষেই খেলেছিল নিউজিল্যান্ড।
সিরিজের শেষ ম্যাচটি জিততে হলে বাংলাদেশ আগে ব্যাট করলে তুলতে হবে তিনশোর্ধ্ব রান। যদিও এখন পর্যন্ত কিউইদের মাটিতে তিনশো রান পার করার রেকর্ড নেই টাইগারদের। সবশেষ চলতি সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে করা ২৯১ রানের ইনিংসটিই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।
তবে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে একবার তিনশোর্ধ্ব রান করেছিল বাংলাদেশ। ২০১৩ সালের নভেম্বরে ফতুল্লায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কিউইদের দেওয়া ৩০৭ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ ৩০৯ রান করে ম্যাচ জিতেছিল। ওই সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।
আর বাংলাদেশ আগে বোলিং করলে কিউইদের আটকাতে হবে ৩০০ রানের নীচে। তবে ব্যাটিং সহায়ক উইকেটে কিউইদের আটকানো কঠিনই হবে টাইগারদের জন্য। পেসারদের ভালো স্পেলে হয়তো স্বাগতিকদের ২০০ রানের কৌটায় রাখতে পারবে বাংলাদেশ।।
যদি বাংলাদেশ হেরেই যায়, তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে সপ্তমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জায় পড়বে বাংলাদেশ। আর নিউজিল্যান্ডের ঘরের মাঠে এটি হবে ষষ্ঠবার।
শিরোনাম:
- গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জেকে বসেছে শীত
- পুনশ্চ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- শীতে বাড়ছে রোগীর চাপ নাজুক চিকিৎসা সেবা
- মাগুরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
- যশোরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষায় সভা
- সাজা শেষে দেশে ফিরলেন ২ ভারতীয়
- শালিখার চিকিৎসা নিতে আসা অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
- বিশ্ব ইজতেমায় হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ