বাংলার ভোর প্রতিবেদক
১৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিলটি মুজিব সড়ক থেকে বের হয়ে কোট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য শেষ হয়। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলে।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর শোষণ, নির্যাতন, লুটপাট করে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা ও তার দোসররা। তারা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার দুঃসাহস দেখাচ্ছেন। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডে লজ্জিত না হয়ে, ক্ষমা না চেয়ে উল্টো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিভিন্ন কর্মসূচি ডেকে ফের নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। এসবের দায় একমাত্র শেখ হাসিনাকেই নিতে হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি। যদি আওয়ামী লীগে কোন নেতাকর্মী কোনোপ্রকার বাড়াবাড়ি করেন, তাহলে যুবদলের নেতাকর্মী চুপ করে ঘরে বসে থাকব না। এসব নিষিদ্ধ সংগঠনের নেতারা যেখানে দেখবে কঠোর ভাবে প্রতিহত করা হবে। যারা অরাজকা সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দেয়ার আহবান জানান নেতৃবৃন্দ। এসময় জেলা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- সাতক্ষীরায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
- জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্নার দাফন সম্পন্ন
- বেনাপোলে পিস্তল গুলি ম্যাগজিন সহ আটক ১
- জীবননগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় বিএনপি প্রার্থীর
- ৬ দিন কপোতাক্ষ নদ থেকে নিখোঁজ রবিউলের মরদেহ উদ্ধার
- মুসাব্বির হত্যার প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- দৈনিক নতুন সকালের বার্তার প্রকাশনা উদ্বোধন
- সন্তানদের মধ্যে স্বপ্ন বুনে দিতে অভিভাবকদের আহবান জানালেন নার্গিস বেগম

