বাংলার ভোর প্রতিবেদক
২৫ মার্চ কালরাত স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচি পালন করেছে যশোরের সাংস্কৃতিক সংগঠন সমূহ। শহরের টাউন হল ময়দানের স্বাধীনতা মঞ্চে সমবেত কন্ঠে আগুনের পরশমণি… সংগীতের সাথে প্রজ্জ্বলালন করা হয় মোমবাতি।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু ও বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল।
সংস্কৃতিজন হারুন অর রশিদ, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সুরবিতানের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, চাঁদেরহাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, পুনশ্চ’র সাধারণ সম্পাদক পান্না দে।
এ সময় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দুলু অনুষ্ঠানটি পরিচালনা করেন।