অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে পৌর ওয়ার্ড যুবলীগ নেতা মুরাদ হোসেন (২৮) হত্যাকাণ্ডের ৪৮ ঘন্টা পর থানায় মামলা হয়েছে। আজ (বুধবার) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১৩ ফেব্রুয়ারি রাতে নিহত মুরাদের বোন লিলি বেগম বাদী ১০ জনের নামে মামলা করেন। যার নং-১২। তবে এ হত্যা মামলায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেননি।
নিহত মুরাদ হোসেন নওয়াপাড়া গ্রামের মধ্য তরফদারপাড়া এলাকার এবং নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন।
মামলার বাদী লিলি বেগমের কাছে আসামিদের নাম পরিচয় জানতে চাইলে তিনি ওসির সঙ্গে কথা বলতে বলেন।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে নিহত মুরাদের বোন ১০ জনের নামে মামলা করেছেন। আসামি আটক ও তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তার করা হবে। অভিযান অব্যাহত রয়েছে।
শিরোনাম:
- আজ থেকে যশোরে তিন দিনের বৈশাখী লোকনাট্য উৎসব
- যশোরের ব্যবসায়ী মীর অভি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪ জন আটক
- চৌগাছায় রিক্তা বেগম হত্যা : সৎ ছেলে আটক
- ছেলের চোখের আলো ফেরাতে বাবা-মায়ের আকুতি
- ভারতে পাচারের সময় মহেশপুর সীমান্তে নারী নির্যাতন, থানায় মামলা
- আর্থিক সাক্ষরতার প্রশিক্ষণ নিলেন যশোরের ৪০ নারী উদ্যোক্তা
- কেশবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ইউপি মেম্বারের সংবাদ সম্মেলন
- আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের স্বপ্ন