অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে যুবলীগ নেতা মুরাদ হোসেন (২৮) হত্যাকান্ডের পাঁচ দিন পর ১০ নম্বর এজাহারভুক্ত আসামি বাবুল আক্তারকে আটক করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার) সকালে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। বুধবার মধ্যরাতে উপজেলার নওয়াপাড়া গ্রামের তরফদারপাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নিহত মুরাদের বোন লিলি বেগম বাদী হয়ে থানায় হত্যার মামলা দয়ের করেন। মামলায় স্থানীয় ওবেদ ফারাজীর ছেলে শাহীন ফারাজীকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অন্যান্য আসামিরা হলেন কেএম আলী, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম শেখ ও তার ভাই আলমগীর শেখ, আজিম শেখ, রিপন গাজী, বিল্লাল হোসেন, রুহুল আমিন খাঁ, রাসেল মিনা। ঘটনার মোটিভ উদঘটন পূর্বক প্রকৃত আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশের একাধিক সংস্থা কাজ করছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আকিকুল ইসলাম বলেন, মুরাদ হত্যা ১০ নম্বর আসামি বাবুলকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত আছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
শিরোনাম:
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
- চৌগাছায় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- তুলা চাষ বাড়াতে যশোরে ২৬ শ’ কৃষকের মাঝে বিজ সার বিতরণ
- যশোরে প্রায় সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ পাচারকারী
- খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে : যশোরে খাদ্য উপদেষ্টা
- মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় থেমে গেল শার্শার রনির জীবনযুদ্ধ
- ঝিকরগাছা মহিলা কলেজের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
- চৌগাছায় বিদ্যালয়ে চুরির ঘটনায় আটক দুই, মালামাল উদ্ধার