অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে যুবলীগ নেতা মুরাদ হোসেন (২৮) হত্যাকান্ডের পাঁচ দিন পর ১০ নম্বর এজাহারভুক্ত আসামি বাবুল আক্তারকে আটক করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার) সকালে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। বুধবার মধ্যরাতে উপজেলার নওয়াপাড়া গ্রামের তরফদারপাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নিহত মুরাদের বোন লিলি বেগম বাদী হয়ে থানায় হত্যার মামলা দয়ের করেন। মামলায় স্থানীয় ওবেদ ফারাজীর ছেলে শাহীন ফারাজীকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অন্যান্য আসামিরা হলেন কেএম আলী, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম শেখ ও তার ভাই আলমগীর শেখ, আজিম শেখ, রিপন গাজী, বিল্লাল হোসেন, রুহুল আমিন খাঁ, রাসেল মিনা। ঘটনার মোটিভ উদঘটন পূর্বক প্রকৃত আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশের একাধিক সংস্থা কাজ করছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আকিকুল ইসলাম বলেন, মুরাদ হত্যা ১০ নম্বর আসামি বাবুলকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত আছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
শিরোনাম:
- আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাগুরায় বিক্ষোভ, ছাত্রলীগ কর্মীর মোটরসাইকেলে আগুন
- বাঁচলো না উদ্ধার হওয়া মেছোবাঘটি
- বড় ভাইয়ের হাতে প্রাণ গেল শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই’র
- প্রেসক্লাব যশোরের ইফতার মাহফিল
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যশোরে বিক্ষোভ
- দ্যোতনা সাহিত্য পরিষদের ইফতার ও দোয়া মাহফিল
- জুলাই-আগস্টে শহীদের স্বজনদের জন্য তারেক রহমানের ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ
- গাজায় নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে যশোরে সংস্কৃতিকর্মীদের মানববন্ধন