খাজুরা সংবাদদাতা
যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক কায়েম আলী বিশ্বাস (৮০) মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে এক ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।
আজ (বৃহস্পতিবার) বাদ আসর বন্দবিলা পশ্চিমপাড়ায় মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকালে শিক্ষক কায়েম আলী চিকিৎসাধীন অবস্থায় যশোরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
মরহুমের পৌত্র হাফেজ মোহাম্মদ মুন্নার পরিচালনায় নামাজে জানাজায় বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান, আওয়ামী লীগ নেতা রোস্তম আলী মোল্যা, জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীলু পাটোয়ারী, উপজেলা যুবলীগ নেতা রুবেল রানা, জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব সেলিম রেজা বাদশা, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূট্টো, মরহুমের নাতি শামীম আক্তার, রাকিব হাসান শাওন, নাজমুস সাকিব আকাশ প্রমুখ।
এছাড়া, শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে আসেন, বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক রাজীব রায়, বন্দবিলা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাড. দেবাশীষ রায়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
শিরোনাম:
- সন্তানের চিকিৎসায় ব্যকুল অভিভাবক
- তফসিল ঘোষণা : স্বাগত জানিয়ে যশোরে বিএনপির মিছিল
- এনবিআর সদস্য’র সাথে যশোর চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
- মণিরামপুরে শান্তির সুবাতাস বহমানের ব্যবস্থা করা হবে : শহীদ ইকবাল
- দেশের স্বার্থ জলাঞ্জলিদানকারীদের ক্ষমতায় আসতে দেয়া হবে না : নার্গিস বেগম
- চৌগাছায় প্রয়াত বিএনপি নেতার কবর জিয়ারত করলেন জহুরুল ইসলাম
- যশোরে ইয়াবাসহ নারী আটক
- যশোরে শিশুদের শীত পোশাক দিল ‘ইমপেক্ট ইনিশিয়েটিভ’

