কালিগঞ্জ প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জের কাটুনিয়া রাজবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব এর পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১ টায় উক্ত কলেজগেটে অনুষ্ঠিত মানববন্ধনে অধ্যক্ষের নানান অনিয়ম দুর্নীতি ও অন্যের জমি জবরদখলসহ বিবিধ অপরাধের ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মুখ খোলেন কলেজের ক্ষতিগ্রস্ত শিক্ষক ও শিক্ষার্থীরা।

তারা জানান, আ’লীগ নেতা আব্দুল ওহাব কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদানের পর থেকে সাবেক এমপি জগলুল হায়দারের নিকটজন পরিচয়ে প্রায় ৩০টি নিয়োগের বিপরিতে তিন কোটি টাকা হাতিয়ে নিয়ে ব্যাক্তি একাউন্টে রেখে আত্মসাৎ করেছে। যা কলেজের কোনো উন্নয়ন কাজে খরচ না করে নিজে আরাম আয়েশ ও ফুর্তিতে মত্ত ছিলেন।

বিদগ্ধ বক্তারা দুর্নীতিবাজ এই অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ ও কোটি কোটি টাকার দুর্নীতির বিচার দাবী করেন। এসময়ে বক্তব্য রাখেন তেরুলিয়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে নুর মোহাম্মদ, ইউপি সদস্য সুমন হোসেন, কদবানু বেগম, সাহেব আলী, মনিরুল ইসলাম, আলমগীর হোসেন, কবির হোসেন আব্দুল গাজী প্রমুখ।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version