বিবি প্রতিবেদক
যশোরের আন্তঃস্কুল ইংরেজি প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল যশোর কালেক্টরেট স্কুল মিলনায়তনে আইডিয়া স্পোকেন-দ্য গেইম মেথড’র আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যশোর কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিয়া স্পোকেন এর প্রতিষ্ঠাতা, প্রধান উপদেষ্টা ও যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকারী অধ্যাপক মো. হামিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, সখিনা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক রওশন আরা ছবি, এমএসটিপি গার্লস স্কুলের প্রধান শিক্ষক খাইরুল আনাম, নবকিশলয় স্কুলের প্রধান শিক্ষক লায়লা শিরিন সুলতানা, সখিনা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক রওশন আরা ছবি । উপস্থিত ছিলেন আইডিয়া স্পোকেন’র কো-অর্ডিনেটর নাবিলা সুলতানা, ফ্যাসিলিটেটর সোমা খান, জেসমিন আক্তার, শাহরিয়ার খান প্রান্ত ও মিতালি বালা।“স্মার্ট যশোর ফর স্মার্ট বাংলাদেশ” প্রকল্পের আওতায় যশোরের স্বনামধন্য দশটি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থীকে আইডিয়া স্পোকেন-দ্য গেইম মেথড টিম বিনামূল্যে ইএসএল’র মধ্যে দিয়ে ৬ মাসব্যাপি ইংরেজি শেখাচ্ছে। তাদের মধ্যে ৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন প্রতিযোগিতায়। প্রতিষ্ঠানগুলো হলো- যশোর সরকারি বালিকা বিদ্যালয়, যশোর জিলা স্কুল, সখিনা গার্লস হাইস্কুল, নবকিশলয় স্কুল, কালেক্টরেট স্কুল, এমএসটিপি বালিকা স্কুল এন্ড কলেজ, বাদশাহ ফয়সাল ইসলামি ইন্সটিটিউট, যশোর আমিনিয়া মাদ্রাসা ও যশোর দারুল আমান দাখিল মাদ্রাসা।
শিরোনাম:
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত