প্রতিবেদক
যশোরে ২১ জন শিক্ষার্থী ও পাঠককে পুরস্কৃত করেছে জেলা সরকারি গণগ্রন্থাগার। আজ (সোমবার) দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আজ (সোমবার) যশোরে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে বেলুন উড়িয়ে ও কেক কেটে দিবসটির উদ্বোধন করেন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন। জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মমতাজ খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর। স্বাগত বক্তব্য দেন, জেলা সরকারি গণগ্রন্থাগারের রেফারেন্স অ্যাসিসট্যান্ট রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ ও জেলা কালচারাল অফিসার হায়দার আলী। অনুষ্ঠান পরিচালনা করেন থিয়েটার ক্যানভাসের প্রধান সম্পাদক কামরুল হাসান রিপন।
অনুষ্ঠানে ২১ জন শিক্ষার্থী ও পাঠককে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিজয়ীরা হলেন, বইপাঠ প্রতিযোগিতায় ক গ্রুপে মেহজাবীন আশরাফ রাইশা, আফিয়া জাহিন ত্বহা ও রুকাইয়া তাসনিম এবং খ গ্রুপে রিংকু রাণী দাশ, মুনা আফরিণ ও মুস্তাফিজুল হোসেন; চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপে রাইশা ইসলাম, জুয়াইরিয়া আক্তার স্নেহা ও সাফওয়ান-উজ-জামান মন এবং খ গ্রুপে লাবিবা জামান লিবা, ইল্ল্যিউনা ফারুক সারা ও জুনাইরা আক্তার; রচনা প্রতিযোগিতায় মেহেবুবা জান্নাত, রহিমা আফরোজ রুমপা ও সৈয়দ তানজিম মাহাবুব এবং উপস্থিত বক্তৃতায় ক গ্রুপে শেখ মুশফিক মানজুর, শুভজিৎ সরকার ও আয়শা জামান এবং খ গ্রুপে সনজিত সরকার, তানভীর শাহরিয়ার ও রুবেল হোসেন।
শিরোনাম:
- চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলা জমেছে উৎসবের জনপদ কপোতাক্ষ পাড়ের হাজরাখানা গ্রাম
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক