প্রতিবেদক
যশোরে ২১ জন শিক্ষার্থী ও পাঠককে পুরস্কৃত করেছে জেলা সরকারি গণগ্রন্থাগার। আজ (সোমবার) দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আজ (সোমবার) যশোরে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে বেলুন উড়িয়ে ও কেক কেটে দিবসটির উদ্বোধন করেন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন। জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মমতাজ খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর। স্বাগত বক্তব্য দেন, জেলা সরকারি গণগ্রন্থাগারের রেফারেন্স অ্যাসিসট্যান্ট রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ ও জেলা কালচারাল অফিসার হায়দার আলী। অনুষ্ঠান পরিচালনা করেন থিয়েটার ক্যানভাসের প্রধান সম্পাদক কামরুল হাসান রিপন।
অনুষ্ঠানে ২১ জন শিক্ষার্থী ও পাঠককে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিজয়ীরা হলেন, বইপাঠ প্রতিযোগিতায় ক গ্রুপে মেহজাবীন আশরাফ রাইশা, আফিয়া জাহিন ত্বহা ও রুকাইয়া তাসনিম এবং খ গ্রুপে রিংকু রাণী দাশ, মুনা আফরিণ ও মুস্তাফিজুল হোসেন; চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপে রাইশা ইসলাম, জুয়াইরিয়া আক্তার স্নেহা ও সাফওয়ান-উজ-জামান মন এবং খ গ্রুপে লাবিবা জামান লিবা, ইল্ল্যিউনা ফারুক সারা ও জুনাইরা আক্তার; রচনা প্রতিযোগিতায় মেহেবুবা জান্নাত, রহিমা আফরোজ রুমপা ও সৈয়দ তানজিম মাহাবুব এবং উপস্থিত বক্তৃতায় ক গ্রুপে শেখ মুশফিক মানজুর, শুভজিৎ সরকার ও আয়শা জামান এবং খ গ্রুপে সনজিত সরকার, তানভীর শাহরিয়ার ও রুবেল হোসেন।
শিরোনাম:
- যশোরে সবজির বাজার চড়া হলেও ইলিশের গায়ে আগুন
- যশোরে এসিড হামলার শিকার পরিবারের পাশে তারেক রহমান
- জুলাই বিপ্লবের শিশু যোদ্ধাদের সম্মানে মৌসুমী ফলের আসর
- অ্যাড. নূরে আলম সিদ্দিকী সোহাগের মতবিনিময় শনিবার
- নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে
- যশোরে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন
- ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিতয় জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন চায় জামায়াত -অধ্যাপক গোলাম রসুল
- যশোরে ‘চব্বিশের গণআন্দোলন ও আজকের মূল্যায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত