কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে বহুল আলোচিত ফিরোজ ডেন্টালসহ দু’টি দন্ত ক্লিনিকে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। আজ (মঙ্গলবার) দুপুরে ঝিনাইদহ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করেন। এ সময় কালীগঞ্জ পৌরসভার স্যানেটারি কর্মকর্তা আলমগীর হোসেন ও পৌর বাজার কমিটির সভাপতিসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকারী ঝিনাইদহ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, কালীগঞ্জে বিভিন্ন দন্ত ক্লিনিকে অপচিকৎসার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের ভিত্তিতেই দুপুর ১ টার দিকে শহরের মধুগঞ্জ বাজারে ছন্দা সিনেমা হল মার্কেটে ফিরোজ ডেন্টাল ক্লিনিকে অভিযান চালায়। এ সময় ওই ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ, মূল্য তালিকা ও প্রতিদিন ডাক্তার না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। তবে, অভিযানকালে ওই ক্লিনিকের মালিক কথিত দন্ত চিকিৎসক ফিরোজ হোসেনকে পাওয়া যায়নি। অভিযান টিম তাকে ফোন দিয়েও পাননি। তবে, এ সময় ক্লিনিকটিতে তার সহকারী জামাল হোসেন নামে এক ব্যাক্তি রোগীদের দেখভাল করছিলেন। এরপর অনুরূপভাবে ওই মার্কেটেই অবস্থিত ঢাকা ডেন্টাল ক্লিনিকে আরো একটি অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, ফিরোজ ডেন্টালের চিকিৎসক ফিরোজ হোসেনের বিরুদ্ধে অপচিকিৎসাসহ নারী কেলেংকারীরও অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত ভুক্তভোগী এক নারীর অভিযোগ নিয়ে গত রোববার বাংলার ভোরসহ বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশ হয়। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন।
অভিযানের বিষয়ে জানতে ফিরোজ ডেন্টাল ক্লিনিকের মালিক ফিরোজ হোসেনের মুঠোফোনে কল দিলে এখন কথা বলার সময় নেই বলেই ফোনটি কেটে দেন তিনি।
শিরোনাম:
- পাইকগাছায় কমিটি গঠন দ্বন্দ্বে সংঘর্ষ,থানায় মামলা
- যশোরে দুই নারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম
- বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড
- সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার
- ‘যশোর স্পেশাল’ ট্রেন ভরে ঢাকায় গেছেন হাজার হাজার নেতাকর্মী
- আনন্দ-উচ্ছ্বাস, প্রার্থনা মিলনমেলার আবহ যশোরে চার্চে, খ্রিষ্টান পল্লীতে
- যশোরে তিনটিতে প্রার্থী বদল বিএনপির, ৯ বঞ্চিতও নিলেন মনোনয়নপত্র ‘বিদ্রোহীর’ শঙ্কা!
- এক ম্যাচ বাকি থাকতেই নারী বিভাগে চ্যাম্পিয়ন মোহসেনা
