মণিরামপুর সংবাদদাতা
আজ (শুক্রবার) সন্ধ্যায় খানপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়নবাসীর আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ইয়াকুব আলীকে গণসংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের শিখরে। বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদাশীল ও উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে বর্তমান আওয়ামী লীগ সরকার সকল চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনায় নবনির্বাচিত এমপি আরও বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে এ এলাকার মানুষ যে আশা-আকাঙ্কা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন আমি পূরণে সর্বদা সচেষ্ট থাকবো। এলাকার রাস্তা-ঘাটসহ সার্বিক উন্নয়নে জরুরি কাজগুলো দ্রুত বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলনের পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পারিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার বাবলু, সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষ, কাজী টিটো, উপজেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান মিল্টন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিলন ঘোষাল, শুকুর আলী, হাবিবুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান রকি, খানপুর ইউনিয়ন যুবলীগ নেতা মনির হোসেন, আমিনুর রহমানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগ নেতৃবৃন্দ।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম