প্রতিবেদক, ঝিকরগাছা
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী আলী আখতার হোসেনকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। আজ (শুক্রবার) দেশের ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী-পানিসারায় যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতি লিমিটেড এ সংবর্ধনার আয়োজন করে।
সকালে ফুলের রাজধানী গদখালী বাজার থেকে আলী আখতার হোসেনকে সস্ত্রীক ফুল সজ্জিত ঘোড়ার গাড়িতে করে মটর শোভাযাত্রাসহকারে ফুল কানন পানিসারাতে নিয়ে যাওয়া হয়। সেখানে লাল বিছানা বিছিয়ে ফুলের পাঁপড়ি ছিটিয়ে তাকে বরণ করা হয়। পরে বাংলাদেশ-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রে যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতি লিমিটেড তাকে সম্মাননা প্রদান করে।
এ সময় প্রধান অতিথির বক্তৃতায় আলি আখতার হোসেন বলেন, ফুলচাষ সম্প্রসারণ ও বিপণনের জন্য এলজিইডি পূর্বেও যেভাবে কাজ করেছে, আগামীতেও সেভাবে কার্যক্রম চালাবে। বাংলাদেশে-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্র বৈদ্যুতিক সমস্যা সমাধান করা হবে। ফুলচাষকে ঘিরে পানিসারাকে পর্যটন এলাকা গড়ে তুলতে এলাকার সড়কগুলো প্রশস্তকরণ, গণটয়লেট ও মসজিদ সংস্কারের প্রতিশ্রুতি দেন। তাকে সংবর্ধনার জন্য যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সমিতির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান প্রকৌশলীর সহধর্মিনী নীলিমা জাহান কাকুলি, সাবেক অতিরিক্ত সচিব মীর আলী রেজা (বকুল), এলজিইডির প্রকল্প পরিচালক এস এম কবির, উপ-প্রকল্প পরিচালক কামরুজ্জামান, যশোরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী তত্ত্বাবধায়ক শিব শংকর সাহা ও সিনিয়র সহকারী প্রকৌশলী সানাউল হক। বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ খায়রুজ্জামান, নাভারণ ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, সমিতির উপদেষ্টা ও প্রথম ফুলচাষি শের আলী সরদার, মীর বাবরজান বরুন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মীর ফারুক আহমদ। অনুষ্ঠানে এলাকার ফুলচাষি ও ফুল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম