খুলনা সংবাদদাতা
খুলনার পাইকগাছায় রোববার রাতে এক গৃহবধূর চোখে-মুখে আঠা লাগিয়ে এবং হাত-পা বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন। প্রতিবেশীরা গতকাল ভোরের দিকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
গৃহবধূর ছেলে ও স্থানীয়রা জানান, কাঁচামালের ব্যবসায়ী ওই গৃহবধূর স্বামী ঘটনার রাতে বাড়িতে ছিলেন। আর পড়ালেখার জন্য তাদের ছেলে মেয়েরা বাইরে থাকেন। ওই রাতে দুর্বৃত্তরা বাড়ির পাশের গাছ বেয়ে ছাদে বাড়িতে ঢোকে। গতকাল ওই নারীর গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় আঠা দিয়ে তার চোখ ও মুখ লাগানো ছিল। তার হাত ও পা বাঁধা ছিল। ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে তাদের অভিযোগ।
ওই নারীর ছেলে বলেন, বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার লুট হয়েছে। মায়ের চিকিৎসার জন্য তারা এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন।
গতকাল দুপুরে এ প্রতিবেদন লেখার সময় ওই নারী অজ্ঞান ছিলেন। তার স্বামী জানান, তার স্ত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক সুমন রায় বলেন, এক নারী ধর্ষণের শিকার হয়েছেন এমন অভিযেগে তাকে গতকাল সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। এই মুহূর্তে তার মুখ ও চোখ রক্ষার জন্য অস্ত্রোপচার করা হচ্ছে। তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল সাইফুল ইসলাম ও পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এস ময় ওসি বলেন, ভুক্তভোগী নারী অসুস্থ। তার কাছ থেকে না জানা পর্যন্ত সঠিকভাবে কোন কিছু বলা যাচ্ছে না।
শিরোনাম:
- অনলাইন প্রশ্নব্যাংক স্থগিতে লাভবান কারা?
- আবারও তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর
- ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপির লড়াই চলবেই : অমিত
- আ.লীগ নিষিদ্ধের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি
- পদক প্রদানের মধ্য দিয়ে সাঙ্গ হলো বৈশাখী লোকনাট্য উৎসব
- যবিপ্রবিতে উপস্থিতির হার ৯৩ দশমিক ২৮ শতাংশ
- যশোরে ইউপি মেম্বরসহ আ.লীগের চার নেতা আটক
- নানা আয়োজনে কবি গুরুর জন্মদিন উদযাপন প্রাচ্যসংঘের