সাকিবুর রহমান ডলার, কালীগঞ্জ
প্রতিদিনের মতো রাতে স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমাচ্ছিলেন দিনমজুর ফজলু মন্ডল। হঠাৎ ঘুম ভেঙে দেখেন আগুনের শিখায় জ্বলছে তার বসতঘর। কোনোরকমে প্রাণ নিয়ে দুজনে ঘর থেকে বের হয়ে পাড়া প্রতিবেশীর সহায়তায় আগুন নেভাতে পারলেও ততক্ষণে পুড়ে গেছে তার সংসার।
গত ৭ ফেব্রুয়ারি রাতে এ এঘটনা ঘটে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নে। অভাবের সংসারে মাটি ও টিনের তৈরি দুই ঘরে থাকা সংসারের খুঁটিনাটি জিনিসপত্র সব কিছুই পুড়ে যায় আগুনে। দুজনের পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি তারা।
প্রতিবেশী সোহাগ জানান, ৩ মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার সংসার কোনো রকমে চলছিল। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় শুধু স্বামী-স্ত্রী থাকেন বাড়িতে। বৈদ্যুতিক শটসার্কিটে বাড়িতে আগুন লেগেছে বলে সকলের ধারণা। শীতে থাকা খাওয়ার কষ্টের কথা চিন্তা করে ফজলু মন্ডল স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আর তিনি পাশেই ছোট চটে মোড়ানো রান্না ঘরে কনকনে এই শীতে কোনরকমে রাত কাটাচ্ছেন। পাড়া প্রতিবেশীর দেয়া খাবারে মেটাচ্ছেন পেটের ক্ষুধা। অগ্নিকাণ্ডের এই ঘটনার ৬ দিন পার হলেও নতুন করে পুনরায় ঘর নির্মাণের অর্থ না থাকায় পোড়া ঘর বাড়ি ওই অবস্থায় পড়ে আছে তার। স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সমাজের সামর্থ্যবান কেউই অসহায় ফজলুর পাশে এসে দাঁড়াননি।
ক্ষতিগ্রস্ত ফজলু মন্ডলের বাড়ি যেয়ে দেখা যায়, তিনি রান্নাঘরে একটি কাঠের তৈরি খাটের ওপর শুয়ে আছেন। তার সঙ্গে কথা হলে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আগুনে আমার ঘরবাড়ির সঙ্গে সংসারটাও পুড়ে গেছে। নতুন করে ঘর নির্মাণ করার সামর্থ্য আমার নেই। ঘটনার দিন শুধুমাত্র উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ভাই আমাকে ৩ হাজার টাকা দিয়েছিলেন। ওই টাকা দিয়েই খাট, লেপ ও একটি লুঙ্গি কিনেছি। আর কোনো সাহায্য সহযোগিতা কারো থেকে পাইনি। ঘর নির্মাণে আমি সকলের সহযোগিতা চাই।
কোলা ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শুনে আমি গিয়েছিলাম তার বাড়িতে। আমি তাকে ব্যক্তিগত ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছি। অসহায় এই মানুষটির পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানাই।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম