বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটের মোল্লাহাটে আধুনিক পদ্ধতিতে ক্লাস্টার ভিত্তিক মৎস্য চাষ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আজ (সোমবার) বেলা ১১ টায় উপজেলার নতুন ঘোষগাতী আলীম মাদ্রাসা মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘সাসটেইনেবল ক্লাসটার মেরিন ফিসারিস প্রজেক্ট (ফার্স্ট রিভাইসড) ওয়ার্কশপ অন গুড এ্যাকোয়াকালচার প্র্যাকটিস ইন কালচার ম্যানেজমেন্ট’ শীর্ষক ব্যানারে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার। এ সময় সভাপতির বক্তব্যে মৎস্য চাষীদের উদ্দেশ্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা শোভন সরকার বলেন, বিজ্ঞান ভিত্তিক মৎস্য চাষ করলে আপনারা অধিক লাভবান হবেন, এতে আপনার অর্থনৈতিক উন্নয়ন হবে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ এসএম আশরাফুল আলম, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এমএম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা, এগ্রোভেট লিমিটেড কোম্পানির জেনারেল ম্যানেজার মনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম, সমবায় কর্মকর্তা এবিএম মোরশেক আহমেদ, অধ্যক্ষ মাওলানা ফকির বশির আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, অধ্যাপক এম এম নওশের আলী নসু, সাংবাদিক আরিফুল ইসলাম রিয়াজ।
কর্মশালায় উপজেলার ৯টি ক্লাস্টারের প্রতিনিধি, সাধারণ মৎস্য চাষি, আড়ৎদার ও সুধীজন অংশগ্রহণ করেন।
শিরোনাম:
- একই সঙ্গে দুই কলেজের অধ্যক্ষ জাহিদুলের নজিরবিহীন দুর্নীতি
- অভয়নগরকে হারিয়ে ফাইনালে কালীগঞ্জ
- অফিস সহকারী পদে হেলালের এমপিওভুক্তি নিয়ে লুকোচুরি
- শিক্ষার মান উন্নয়নে ভালো শিক্ষক দরকার
- উপশহর টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত
- ‘বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে’
- যশোরে নতুন আঙ্গিকে ব্রাদার্স ফার্নিচার শো রুম উদ্বোধন
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস