কেশবপুর প্রতিনিধি
যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডের শূন্য পদে উপনির্বাচনে সাত জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ (মঙ্গলবার) বিকেল পর্যন্ত এসব প্রার্থীরা সাধারণ সদস্য পদে মনোনয়পত্র জমা দেন। এর মধ্যে একজন নারী প্রার্থীও রয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সদস্য পদে মনোনয়পত্র জমা দেয়া প্রার্থীরা হলেন, টিপু সুলতান, আলতাফ হোসেন, আব্বাস আলী, এসএম মহব্বত হোসেন, রেহেনা খাতুন, জাকির হোসেন ও নাজমুল হুসাইন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২২ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৯ মার্চ সকাল ৯টা হতে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডে সদস্য ছিলেন আজিজুল ইসলাম। তিনি যশোর-৬ (কেশবপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করলে জেলা পরিষদের এ ওয়ার্ডটি শূন্য হয়।
শিরোনাম:
- শার্শা বিএনপির দুই নেতা বহিস্কার
- যশোরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, সরবরাহ নেই কলেরা স্যালাইনের
- ক্রীড়া সংগঠক শহীদ আহমেদ স্মরণে দোয়া
- ফেরোমন ইণ্ডাস্ট্রিজের মাঠ দিবস
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- রহিমার প্রেমের টানে নিভৃতপল্লীর বাসিন্দা আমেরিকার মার্ক হোগল
- শার্শায় সংখ্যালঘুর বসতভিটা দখলে মরিয়া দুই নেতা!
- খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল