বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর ৩ আসনের সংসদ সদস্য তরুণ সমাজের অভিভাবক কাজী নাবিল আহমদের সাথে শুভেচ্ছা বিনিময় ও দোয়া প্রার্থনা করেছেন আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলিমুজ্জামান আলী। মঙ্গলবার রাতে শহরের কাজী সেন্টারে এমপি কাজী নাবিল আহমেদের সাথে সাক্ষাত করে দোয়া প্রার্থনা করেন তিনি।
এ সময় নাবিল সেন্টারে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার প্যানেল মেয়র-১ মোকছিমুল বারী অপু, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল আলম, শ্রমিক লীগ জেলা সভাপতি জবেদ আলী প্রমুখ।
‘তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগান হৃদয়ে ধারণ করে জনপ্রিয়তার তুঙ্গে থাকা আলিমুজ্জামান আলী এবার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন। ইতোমধ্যেই উপজেলাবাসীকে ফেসবুক ও ব্যানারের মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে নিজের প্রার্থিতার কথা জানান দিয়েছেন তিনি।
সমাজের নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ে জনপ্রতিনিধি হয়ে সরাসরি মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে তার নির্বাচনে লড়বেন। আলিমুজ্জামান আলী জানান, ‘তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ’। এরই অংশ হিসেবে যশোরকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চাই। তিনি আরো বলেন, আসন্ন যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান’ পদে প্রার্থী হবো আমি। ভোটের মালিক জনগণ। তারাই তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন আগামীর যোগ্য নেতৃত্ব। এ কারণে তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।
শিরোনাম:
- লন্ডন ছেড়েছেন তারেক রহমান
- আজ শুভ বড়দিন
- তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : যশোর থেকে গেলেন অর্ধলক্ষাধিক নেতাকর্মী
- মণিরামপুরে ১২৮ টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত
- যশোর-৫ জমিয়তকে ছেড়ে দেয়ায় মণিরামপুরে বিএনপির বিক্ষোভ
- মনিরামপুরে উপজেলা দিবসে চার গুণীজনকে সম্মাননা প্রদান
- যশোর-৫ ইকবাল আউট, রশীদ বিন ওয়াক্কাস ইন, ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা
- যশোর-৪ ও ৫ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
