নিজস্ব প্রতিবেদক
যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল দুপুরে যশোর বাদশাহ্ ফয়সল ইসলামী ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় ৩৩ ইভেন্টে ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম এবং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুযহারুল ইসলাম মন্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মাসুদুল হাসান প্রমুখ।
প্রধান অতিথি সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা এখন সবচেয়ে বেশি। তরুণদের যত বেশি কর্মক্ষম করতে পারবো, তত বেশি বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবসম্পদ উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
প্রধান অতিথি আরও বলেন, ‘২০০৯ সালে দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ ও মধ্যম আয়ের দেশের ঘোষণা দেন। ইতোমধ্যে তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। সারাবিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। শিক্ষা, স্বাস্থ্য, মাতৃসেবা, অবকাঠামোগত উন্নয়ন- সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে রয়েছে। তিনি সারা দেশে সুষম উন্নয়ন করেছেন।’
প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের ঘোষণার কথা উল্লেখ করে কাজী নাবিল আহমেদ বলেন, ‘২০৪১ সালে উন্নত দেশ ও স্মার্ট বাংলাদেশের যারা নাগরিক হবেন, তারাই হবেন দেশের মূল চালিকাশক্তি। আর তারা হচ্ছেন আমাদের সামনে বসে থাকা ছাত্ররা। সেই সময় আমাদের অনেকেরই বয়স হয়ে যাবে। রাজনীতি, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, সামাজিক সব কর্মকাণ্ডে তারাই নেতৃত্ব দেবেন। সে কারণে আজকের শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।’
শিরোনাম:
- লন্ডন ছেড়েছেন তারেক রহমান
- আজ শুভ বড়দিন
- তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : যশোর থেকে গেলেন অর্ধলক্ষাধিক নেতাকর্মী
- মণিরামপুরে ১২৮ টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত
- যশোর-৫ জমিয়তকে ছেড়ে দেয়ায় মণিরামপুরে বিএনপির বিক্ষোভ
- মনিরামপুরে উপজেলা দিবসে চার গুণীজনকে সম্মাননা প্রদান
- যশোর-৫ ইকবাল আউট, রশীদ বিন ওয়াক্কাস ইন, ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা
- যশোর-৪ ও ৫ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
