অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার) সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা পর্যায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আবুল কাশেম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অরূপ কুমার লস্কর, সঞ্জয় দাস, জিএম ওসমান গনি, মোহাম্মদ মনিরুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, বাগদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মতিউর রহমান খান, প্রধান শিক্ষক আজমিরা সুলতানা, আড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মন্ডল, বাঁকারডাঙ্গা সরকারি প্রাথমিকের বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুরুচাঁদ মন্ডল, নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুল ইসলাম, সাভারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম খান, একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা পারভিন, কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসুর রহমান প্রমুখ।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
শিরোনাম:
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে যশোরের রাজনীতিকদের অঙ্গীকার, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি
- তরিকুল ইসলামের কবর জিয়ারত করলেন স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ
- নাশকতা রোধে রাজপথে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রাজনৈতিক দল
- অভয়নগরে চোরকে গলধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
- ঝিকরগাছায় গ্যাস লাইটের আগুনে পুড়ে ছাই বসতবাড়ি
- রাস্তা সংস্কারের দাবিতে ইউএনওকে স্মারকলিপি
- মণিরামপুরে বায়োলিডের মাঠ দিবস পালিত
- পাইকগাছায় বিএনপি প্রার্থী বাপ্পীর পক্ষে গনসংযোগ
