নাজমুল হুদা
ট্যাকসেস বার এসোসিয়েশন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫ পদে ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিন বেলা ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।
জানা গেছে, নির্বাচন দু’টি প্যানেল ছাড়াও স্বতন্ত্র একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তাজু-বোরহান প্যানেলের সভাপতি পদে শেখ তাজ হোসেন তাজু, সহসভাপতি পদে কাজী সাদাত হাসান শাহরিয়ার ও জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক পদে বোরহান উদ্দীন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক পদে প্রবীর চক্রবর্তী ও রফিকুজ্জামান সজীব, অর্থ সম্পাদক পদে আমিরুল ইসলাম তন্ময়, সদস্য পদে সাজেদুর রহমান শান্ত, শেখ নাজমুল হুদা, শাহানাজ সুলতানা রিনা, শাহজাহান কবীর খান, আশরাফুল আলম, সুলতানা মেহের নিগার সাকী, আলীবুদ্দিন খান আলী ও নিউটন মল্ডল।
চিরন্তন-সবুজ প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে চিরন্তন মল্লিক, সভাপতি পদে আল ইসলাম ও গোপীনাথ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক পদে বিএম আলমগীর সিদ্দিকী সবুজ, সহ সম্পাদক পদে ইসতিয়াক আহমেদ ও আব্দুল হালিম, অর্থ সম্পদাক পদে ইফতেখার আলম রিপন ও সদস্য পদে শাহজাহান আলী বিশ্বাস, আবুল কালাম, শরিফুল ইসলাম, শ্যামল কুমার মজুমদার , জামাল হোসেন শিমুল, তারিক এনাম, ফাহিম রাজা ও জাহিদুর রহমান।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাধারণ সম্পাদক পদে আরিফুর রহমান।
নির্বাচনে ট্যাকসেস বার এসোসিয়েশনের ১২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করবেন।
প্রধান নির্বাচন কমিশনার এড. মো. ইসহক জানিয়েছেন ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে।
এদিকে, নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেছেন উভয় প্যানেলের নেতৃবৃন্দ। তাজু-বোরহান প্যানেলের সভাপতি প্রার্থী শেখ তাজ হোসেন তাজু জানিয়েছেন তারা নিরঙ্কুশভাবে জয়লাভ করবেন। অপরদিকে জয়ের ব্যাপারে আশাবাদি চিরন্তন-সবুজ প্যানেলের প্রার্থীরাও।
শিরোনাম:
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম
- চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলা জমেছে উৎসবের জনপদ কপোতাক্ষ পাড়ের হাজরাখানা গ্রাম
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি