প্রভাতফেরি, শহিদমিনারে শ্রদ্ধা অর্পণ, আলোচনা সভা, মোমবাতি প্রজ্জ্বালনসহ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে যথাযযোগ্য মর্যাদায় মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে
বাংলার ভোর ডেস্ক
আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো সংবাদ :
নড়াইলে লাখো মোমবাতি প্রজ্জ্বালন
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে লাখো মোমবাতি প্রজ্জ্বলন করে ব্যতিক্রমী আয়োজনে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে (কুড়িরডোব মাঠে) মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে হাজারো নারী ও শিশুরা ভিড় জমায়।
মোমবাতি প্রজ্জ্বলন দেখতে আসা নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ফারদিন শাহরিয়ার খান জানায়, অনেক মোমবাতি এক সঙ্গে জ্বালিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও ভাষা শহীদদের স্বরণ করতে দেখে খুব ভালো লেগেছে।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এ সময় পুলিশ সুপার মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরাসাহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শালিখা
মাগুরা ও শালিখা প্রতিনিধি জানান, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে শ্রদ্ধা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী ও উপজেলার অফিসার বৃন্দ। পরে পর্যায়ক্রমে সংসদ সদস্য ড. বীরেন শিকদারের পক্ষে নেতৃবৃন্দ, উপজেলা চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি, জাতীয় পার্টি, শালিখাতে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়াতে কর্মরত সাংবাদিক বৃন্দ,আড়পাড়া পল্লী বিদ্যুৎ সমিতি, আড়পাড়া ডিগ্রি কলেজ, আড়পাড়া উচ্চ বালিকা বিদ্যালয়,আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল,শালিখা প্রেসক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।
এছাড়া সীমাখালী ও শতখালী ইসলামিয়া আইডিয়াল একাডেমির আয়োজনে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ সীমাখালী বাজার এ.বি শাখার সৌজন্যে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একাডেমির অধ্যক্ষ হাফেজ মাওলানা সাখাওয়াত হুসাইন, উপাধ্যক্ষ মাওলানা আলমগীর হুসাইন সহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন। চতুরবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে, শহীদ মিনারে পুস্পস্তাবক অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চালুয়াহাটি আ. লীগ ও বাজার কমিটি
রাজগঞ্জ প্রতিনিধি জানান, মণিরামপুর উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল ইসলামের নেতৃত্বে নেংগুড়াহাট আওয়ামী লীগ কার্যালয় থেকে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, আ. হাইসহ অন্যান্য নেতৃবৃন্দ একুশের প্রথম প্রহরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম রসুল, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ. খালেক, ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদ আবু সাঈদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি প্রবীণ কুমার মল্লিক, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম। ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সবেদ আলী মহলদার।
এদিকে নেংগুড়াহাট বাজার কমিটির সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল হকের নেতৃত্বে, একুশে ফেব্রুয়ারি সকাল ৮টায় প্রবাতফেরি শেষে শহীদ মিনারে ফুল দেন ব্যবসায়ীরা। এ সময় উপস্থিত ছিলেন বাজার কমিটির জয়েন্ট সেক্রেটারি মিজানুর রহমান, অর্থ সম্পাদক মাস্টার অরুণ কুমার সরকার, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সিটি কেবল ব্যবসায়ী ইকবাল হোসেন, সাবেক মেম্বার হাফিজুর রহমান, মোজাহার হোসেন,টগর, আকবার, মোরশেদ, রুহুল আমিন, রেজওয়ানসহ। এছাড়া নেংগুড়াহাট ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রিন্সিপাল আব্দুল ওহাবের নেতৃত্বে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ শহিদমিনারে পুষ্পার্ঘ্য দেন।
কেশবপুর নিউজ ক্লাব
কেশবপুর প্রতিনিধি জনান, একুশের রাত ১২টা ১ মিনিটে ক্লাবের সাংবাদিকবৃন্দ কেশবপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামা, সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, প্রদীপ কুমার মোদক, রফিকুল ইসলাম বিপ্লব, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাজাহান, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদ হাসান, সাহিত্য বিষায়ক সম্পাদক ফারুক বাবু, প্রচার সম্পাদক আজিজুর রহমান, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহমান রকি, ক্রীড়া সম্পাদক মো. হালিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।
সাংবাদিক সংস্থা শার্শা
শার্শা সংবাদদাতা জানান, জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার পক্ষ থেকে
বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে প্রভাত ফেরি শেষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সংস্থার নিজস্ব কার্যালয়ে সকল ভাষা শহীদদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার উপজেলা শাখার সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে সিনিয়র সহসভাপতি আ. জলিলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বিশ্বাস, উপদেষ্টা শরিফুল আলম নয়ন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, মেহেদী হাসান সোহাগ, দপ্তর সম্পাদক শেখ মফিজুর রহমান, প্রচার সম্পাদক বাবুল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক নয়ন হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবু, আইন বিষয়ক সম্পাদক শাহ আলম, ডা.এনামুল কবীর, মামুন হোসেন, জিয়াউর রহমান জিয়া, হাসানুজ্জামান, মেহেদী হাসান প্রমুখ।
কালীগঞ্জ বিএনপি
কালীগঞ্জ প্রতিনিধি জানান, সকাল ৮টার দিকে শহরের থানা রোডস্থ বিএনপি কার্যালয় থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে দলের নেতাকর্মীরা সরকারি মাহাতাব উদ্দিন কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, মোশাররফ হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতীদল, শ্রমিকদল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা
সাতক্ষীরা সংবাদদাতা জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সাতক্ষীরার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের জনতা।
একুশের প্রথম প্রহরে প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
পরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লায়লা পারভীন সেজুঁতি, পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়াসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
কালিগঞ্জ
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সহকারী অধ্যাপক ও সাংবাদিক নুরুল আমিনের সঞ্চালনায় অধ্যক্ষ আব্দুল কাদীর হেলালীর উপস্থিতিতে অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ, চিত্রাঙ্কন, কবিতা, হামদ-নাত, দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, আমজাদ হোসেন, জুবাইর ইসলাম, প্রভাষক শহিদুল্যাহ, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সহকারী শিক্ষক আসাদুল্লাহ, নুর ইসলাম, আ: মাজিদ, আরিফ বিল্লাহ, রেখা খাতুন, সুমাইয়া, আ: সালাম, সালমা পারভীন, হোসেন আলী, মো: আবু বক্কর সিদ্দিক, জিএম শফিকুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষার্থীরা।