বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারিতে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।যশোর সরকারি এমএম কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মদন মোহন দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর নাসিম রেজা।
যশোর সরকারি সিটি কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর অরবিন্দু কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর অমলেন্দু বিশ্বাস ও শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল হালিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. আনোয়ার হোসেন। যশোর সরকারি মহিলা কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এবিএম ইকবাল আনোয়ার। অনুষ্ঠানের আহ্বায়ক মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে বিশেষ ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক সৈয়দ আহসান হাবিব। ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজে আলোচনা সভায় অধ্যক্ষ জে এম ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা করেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম ও অনুষ্ঠানের আহ্বায়ক শাহিনা আক্তার। যশোর এমএসটিপি স্কুল এন্ড কলেজে আলোচনা সভায় অধ্যক্ষ খায়রুল আনামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ফারহানা আক্তার, আসমানা আক্তার ও রাবেয়া খানম।
যশোর জিলা স্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান শিক্ষক শুয়াইব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন সুলতানা মাকসুদা, সহকারী প্রধান শিক্ষক সেলিমা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক সেলিম রেজা, সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমিতির সভাপতি নজরুল ইসলাম ও সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন।
শিরোনাম:
- বিচার সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নিবে না: নাহিদ
- ‘লক্ষ লক্ষ মানুষ আমাদের দেখায়েন না’
- খুলনায় বাড়ির সামনে গুলি করে ও রগ কেটে যুবদল নেতা হত্যা
- ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু
- এনসিপির জুলাই পদযাত্রা যশোরে
- ‘সকলের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব নয়’
- ‘যশোর জেলায় ৮০ হাজার টিসিবি কার্ড বাতিল হয়েছে’
- বাঘারপাড়ায় নিজ ঘরের স্টিলের বাক্সে গৃহবধূর মরদেহ উদ্ধার