বাংলার ভোর প্রতিবেদক
যশোরের যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলায় যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, পৌর কাউন্সিলার জাহিদ হাসান মিলনসহ ১১ জনের বিরুদ্ধে চার্জগঠন করেছে আদালত। গত মঙ্গলবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুরাইয়া সাহাব আসামিদের আইনজীবীদের ডিসচার্জের আবেদন নামঞ্জুর করে চার্জগঠন করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী আর এম মঈনুল হক খান ময়না, গাজী আব্দুল কাদির ও মিলন আহম্মেদ। এসময় সকল আসামি উপস্থিত ছিলেন।
আইনজীবী আর এম মঈনুল হক খান ময়না বলেন, তিনি এই মামলার সাত আসামির আইনজীবী। তার মধ্যে রয়েছেন কাউন্সিলর জাহিদ হাসান মিলনও রয়েছেন। মামলার চার্জ গঠনের পর সকল আসামিকেই জামিন প্রদান করেছেন আদালত। তবে মিলন আরেকটি মামলায় আটক থাকায় তাকে কারাগার থেকে এ মামলার আসামি হিসেবে আদালতে আনা হয়। পরবর্তীতে এ মামলায় তিনি জামিন পান। এর আগের মামলায় এদিন তাকে কারাগারে পাঠানো হয়েছে।