কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে চুরি মামলায় গ্রেফতার হওয়া আসামিদের মুক্তির দাবিতে পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন। আজ (শনিবার) বিকেলে উপজেলার ভেরচী বাজারে আসামিদের পরিবার এ মানববন্ধনের আয়োজনে করে।
তারা বলেন, সাবেক চেয়ারম্যান আলী রেজার ছেলে বদিরুজ্জামান মুন্না গত ৩০ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে তাদের বাড়িতে সংঘটিত চুরির ঘটনায় আমাদের পরিবারের লোকদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে পুলিশ দিয়ে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও আমাদের লোকদের মুক্তির দাবিতে এবং মিথ্যা অভিযোগকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন করতে রাস্তায় দাঁড়িয়েছি।
মানববন্ধনে বক্তব্যে দেন আসামি অজয় মিস্ত্রির বাবা মনতোশ মিস্ত্রি, আইয়ুব আলীর মাতা রেহেনা বেগম, দেবপ্রসাদ নন্দীর স্ত্রী ছন্দা নন্দী, সহমত দাবীতে গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ ও ভেরচী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসুদেব নন্দী।