মণিরামপুর সংবাদদাতা
নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলায় মণিরামপুর বিএনপির ৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল যশোর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক শেখ নাজমুল হুসাইন আসামিদের আবেদন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
আসামিরা হলেন, মণিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, থানা বিএনপির সদস্য ও মণিরামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান নিস্তার ফারুক, ঝাঁপা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলাউদ্দীন, কাশিমনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক, দূর্বডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান, ইত্যা ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজান আলী, কাশিমনগর ইউনিয়ন বিএনপির সদস্য মাষ্টার শহিদুল ইসলাম ও মণিরামপুর থানা ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান।
আসামিপক্ষের আইনজীবী ও মণিরামপুর থানা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বলেন, ২০২৩ সালের ৩০ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের পরের দিন উপজেলার বেগারিতলায় আমাদের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছেন এমন অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে মণিরামপুর থানা বিএনপির ২৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে থানায় মামলা করে। সেই মামলায় উচ্চ আদালত থেকে এই ৮ নেতাকর্মী ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে তারা আজ যশোর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত আবেদন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।