বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মাংস ব্যবসায়ী দিপু হোসেন হত্যা মামলার আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। সোমবার অভিযুক্ত রাব্বি আদালতে আত্মসর্মপন করেন। একজন আইনজীবীর মাধ্যমে রাব্বি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এর আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাব্বি যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ছোট শেখহাটি গ্রামের ইসলামের ছেলে।
জানা যায়, গত ২০ জানুয়ারি গভীর রাতে রাব্বি, আব্দুল আলীম, আসাদুল, হৃদয় তাজুসহ অজ্ঞাতনামা ৩/৪জন পূর্বের শত্রুতার কারণে দিপু হোসেনকে নৃশংসভাবে হত্যা করে। গরুর মাংস কাটার এক হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে রাব্বিসহ তার সহযোগীরা রিকশা চালক কাম কসাই দিপুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ২০ জানুয়ারি রাতে নিহত যুবকের ভাই রফিকুল ইসলাম ওরফে মনু বাদি হয়ে উল্লেখিত ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪জনের বিরুদ্ধে মামলা করেন।