বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের রেলওয়ে স্টেশন এলাকায় চাঞ্চল্যকর জুম্মান হত্যার অন্যতম আসামি ভাগ্নে ইমনকে ঢাকার দোহা থেকে আটক করেছে র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে আটক করা হয় বলে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে গণমাধ্যমকে জানিয়ছেন।
গতকাল সকাল সাড়ে সাতটার দিকে জুম্মান ঢাকার দোহার মধুরচর এলাকায় আত্মগোপনে আছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, যশোর ক্যাম্প ও র্যাব-১০, মুন্সিগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে জুম্মান হত্যা মামলার আসামি ভাগ্নে ইমনকে (১৯) গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমন শহরের তেঁতুলতলা ইসমাইল কলোনির বাসিন্দা।
গ্রেফতারকৃত জুম্মানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। পূর্ব থেকেই জুম্মানকে হত্যা করার জন্য সুযোগের অপেক্ষায় ছিল এবং ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে জুম্মানকে যশোর রেলস্টেশনে কৌশলে ডেকে এনে ইমন ও অন্যান্য আসামিগণ চাকু দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।