বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আলাদা কয়েকটি অভিযানে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দেড় কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য রাখার অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, যশোরের মণিরামপুর উপজেলার বাকোশপোল গ্রামে বর্তমানে যশোর শহরের রেলগেট কলাবাগান পাড়া মসলেম মিয়ার বাড়ির ভাড়াটিয়া খড়কি কলাবাগান এলাকার রুপা বেগম ওরফে রানী, যশোর সদর উপজেলার মানিকদিহি গ্রামের মিম খাতুন ও নতুন উপশহর ট্রাক স্ট্যান্ড বস্তি পার্ক এলাকার ছানি হোসেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে আলাদা তিনটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
সদর পুলিশ ফাঁড়ির পুলিশ গত সোমবার ৪ মার্চ বিকেল সাড়ে উপশহর টিএণ্ডটি অফিস মোড় এলাকায় অভিযান চালিয়ে ছানি হোসেনকে ৫শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা ৪ মার্চ বিকেলে যশোর সদরের সাতমাইল বাজার মানিকদিহি গ্রামস্থ সোহাগ রানার ও মিম খাতুনের ঘরে অভিযান চালায়। এ সময় আসামিরা পালানোর একপর্যায় স্ত্রী মিম খাতুনকে আটক করা হয়। এ সময় তার স্বামী সোহাগ রানা দ্রুত পালিয়ে যায়। আটক মিম খাতুনের কাছে থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করে। এছাড়া, কোতয়ালি থানা পুলিশ জানিয়েছে, গত ৪ মার্চ বিকেলে কোতয়ালি থানার পুলিশ শহরের খড়কি দক্ষিণ পাড়াস্থ হাজাম পাড়া হাফিজুর রহমানের কলাবাগান থেকে রুপা বেগম ওরফে রানীকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।