বাংলার ভোর প্রতিবেদক
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গড়ে তোলা শুদ্ধাঙ্গন স্কুলের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ রেলস্টেশন এলাকায় অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৌমিত্র রায় সেতু, জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহাবুদ্দিন হোসেন, দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ও দেশ টিভির জেলা প্রতিনিধি ইন্দ্রজিৎ রায়, দৈনিক সমাজের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, সমাজসেবী নাসরিন আক্তার। স্বাগত বক্তব্য দেন শুদ্ধাঙ্গন স্কুলের পরিচালক তন্ময় মন্ডল। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন রাহিকা জান্নাত।
শুদ্ধাঙ্গন স্কুলের পরিচালক তন্ময় মন্ডল জানান, সুবিধাবঞ্চিত ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে ২০২৩ সালের ১০ মার্চ স্বেচ্ছাসেবার ভিত্তিতে শুদ্ধাঙ্গন স্কুলের যাত্রা শুরু করি। স্বেচ্ছাসেবার ভিত্তিতে শিশুদের পড়াশুনা ও শিক্ষা উপকরণ সহায়তা প্রদান করা হয়। রেলস্টেশন এলাকার দরিদ্র ও পিছিয়ে পড়ার জনগোষ্ঠীর শিশুরা আমাদের স্কুলে লেখাপড়া করে।