♦যানজট নিরসনে উচ্ছেদ অভিযান
♦ বাজার মনিটরিং
♦ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত
বাংলার ভোর প্রতিবেদক
জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল ‘ক’ ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলাল হোসাইন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় ফেব্রুয়ারি মাসের আইনশৃঙ্খলা কমিটির কার্যবিবরণী আলোচনা করা হয়। পরবর্তীতে আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং, রাস্তার উপর খাবার বিক্রি, হোটেল রেস্টুরেন্টগুলোতে নির্ভেজাল মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত অভিযান, যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনসচেতনতা ও আইনপ্রয়োগ, মজুদদারদের বিরুদ্ধে অভিযান, মাদকের বিরুদ্ধে অভিযান এবং আসন্ন ঈদকে কেন্দ্র করে আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন শপিং মলে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধনের পাশাপাশি প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে ভ্রম্যমাণ আদালত পরিচালনা করা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও মাদকদ্রব্য ও চোরাচালান সস্ত্রাস, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো তৎপর থাকা পরামর্শ প্রদান করা হয়।