বাংলার ভোর প্রতিবেদক
সুবিধাবঞ্চিত শিশুদেরকে প্রাক-প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ (বুধবার) বিকেলে যশোর শহরের বেজপাড়ায় আলোর দিশারী পাঠশালার উদ্যোগে এর কর্মসূচির উদ্বোধন করা হয়।
পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা আয়োজিত সুধী সমাবেশের সভাপতিত্ব করেন আলোর দিশারী পাঠশালার প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা ফারজানা ইয়াসমিন বৃষ্টি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিম ইসলাম যশোর সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক, ফাতেমা আনোয়ার, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত নারী উদ্যোক্তা ফারহানা ইয়াসমিন, জাতীয় যুব কাউন্সিলর জহির ইকবাল নান্নু প্রমূখ।
বক্তব্য শেষে কেক কেটে ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বই বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।