বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
আজ দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। এদিন সকাল ৯ টায় শহরে জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক সংগঠন, ব্যক্তি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনসাধারণ জাতির শ্রেষ্ঠ সন্তানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে যশোর জেলা আওয়ামী লীগ , যশোর সদর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ, জেলা পরিষদ, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ, যশোর সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক এস এম মাহামুদ হাসান বিপুর নেতৃত্বে পৌর আওয়ামী লীগ, যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
এ সময় জেলা প্রশাসনের ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বেলাল হোসাইন ,সিআইডির সহকারী পুলিশ সুপার শাহানেওয়াজ প্রমুখ।
এছাড়া যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন অফিস, জেলা পরিষদ সহ যশোর জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অপরদিকে, দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌর মেয়র হায়দার গনী খান পলাশ, সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, জেলা জাসদের সাধারণ সম্পাদক অশোক রায় ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। আলোচনা সভা শেষে চিত্রাংকন, দেয়ালিকা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।