বাংলার ভোর প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র্যালি, আলোচনা, দেয়ালিকা উদ্বোধন, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার, কেক কাটা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শিক্ষা বোর্ড : যশোর শিক্ষা বোর্ডে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন বোর্ডের সচিব প্রফেসর আব্দুর রহিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ^াস শাহীন আহমেদ, কলেজ পরিদর্শক সমীর কুন্ডু, বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম, উপপরিচালক রফিকুর রহমান, উপ বিদ্যালয় পরিদর্শক চঞ্চল কুমার বাছাড়, কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুল হক, কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান প্রমুখ। পরিচালনা করেন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিব হাসান।
এমএম কলেজ : এমএম কলেজে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা, দেয়ালিকা উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠিত হয়। শিক্ষক লাউঞ্জে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. আবু বক্কর সিদ্দিকী ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মদন কুমার সাহা।
অনুষ্ঠানের আহ্বায়ক সহযোগী অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর জিল্লুল বারী, সহযোগী অধ্যাপক বিধান ভদ্র, সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, প্রভাষক আজিজুর রহমান, কলেজ ছাত্রলীগ নেতা ইনামুল হোসেন, রবিউল ইসলামস প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মেহেদী হাসান। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী ৪৫ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
যশোর সরকারি সিটি কলজে : আলোচনা সভায় প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর অরবিন্দু কুমার কুন্ডু, বিশেষ অতিথি ছিলেন প্রফেসর অমলেন্দু বিশ্বাস, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল হালিম। সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের আহ্বায়ক দিলরুবা খানম।
সরকারি মহিলা কলেজ : যশোর সরকারি মহিলা কলেজে দেয়ালিকা উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর সেলিনা খাতুন। বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক সৈয়দ আহসান হাবিব, উদযাপন কমিটির আহ্বায়ক মাহবুবা আখতার ছন্দা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল কাদের, ইংরেজি বিভাগের প্রভাষক দেব প্রসাদ হালদার ও ইতিহাস বিভাগের শাপলা সরকার।
জিলা স্কুল : জিলা স্কুলে চিত্রাঙ্গন ও কুইজ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান শিক্ষক শোয়াইব হোসেন। উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক সেলিম রেজা, সেলিনা খাতুন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, জামাল উদ্দিন প্রমুখ।
ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ : আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ জেএম ইকবাল। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, প্রভাষক শাহিনা আক্তার, শিক্ষক প্রতিনিধি মনিরুজ্জামান, জসিম উদ্দিন, তরফদার কায়সার পারভিন প্রমুখ।
যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ : শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান।
অনুষ্ঠানের আহ্বায়ক নাছিরা পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রভাষক আবু সাঈদ সহকারী শিক্ষক মতিয়ার রহমান, একাদশ শ্রেণির ছাত্র সোহানুর রহমান, নবম শ্রেণির ছাত্রী শারিন জামান প্রমুখ। শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ২৭ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিসিএমসি ও বিটিসি কলেজ : শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনকের জন্মদিন উদযাপন করেছে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় এবং বাংলাদেশ টেকনিক্যাল কলেজ। জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনকের ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ, আলোচনা সভা, দোয়া ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে উদযাপিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন।
অনুষ্ঠানে ‘টুঙ্গিপাড়ার খোকা থেকে জাতির জনক বঙ্গবন্ধু’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী কম্পিউটার ১ম পর্বের মুনিয়া আক্তার কাজল (প্রথম), টেক্সটাইল ৭ম পর্বের মীর সুমাইয়া আক্তার সিমু (দ্বিতীয়) ও ৩য় স্থান অধিকারী কস্পিউটার ১ম পর্বের খন্দকার রোহান রহমানকে পুরস্কৃত করা হয়।