বাংলার ভোর প্রতিবেক: মণিরামপুরের বিজয়রামপুর গ্রামের ব্যবসায়ী আমির হোসেনকে অপহরণ ও চাদাদাবির ঘটনায় তিন জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। গতকাল ভুক্তভোগী ব্যবসায়ী আমির হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায় অভিযোগের তদন্ত করে মণিরামপুর থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মেছবাহুল ইসলাম পারভেজ।
আসামিরা হলেন, মণিরামপুরের হাকোবা গ্রামের আকাশ মিত্র, শোভন মিত্র ও মৃত্যুঞ্জয় দত্ত।
মামলার অভিযোগে জানা গেছে, আমির হোসেন একজন আইটি সরবরাহকারী সনদধারী ব্যবসায়ী। আসামিদের সাথে আমির হোসেনের চাহিদা অনুযায়ি গার্মেন্টস ও কসমেটিক পণ্য সরবরাহ কাবিবে। এ চুক্তি অনুযায়ি আমির হোসেন আসামিদের সাড়ে ৩ লাখ টাকা অগ্রিম দেন। এ টাকা নেয়ার পর আসামি কোন পন্য দেয়নি। মোবাইল ফোনে আসামিদের সাথে যোগাযোগ করলে মালামাল না দিয়ে ঘোরতে থাকে। ২০২৩ সালের ২১ ডিসেম্বর বাধাঘাট সংলগ্ন জনৈক রহিমের দোকান থেকে আমির হোসেনকে অপহরণ করে উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার বাচ্চুর হাকোবা মোড়স্থ ব্যবসায়ীক অফিসে নিয়ে যায়। এরপর আসামিরা তার কাছ থেকে তিনটি ফাকা স্ট্যাম্প ও বাড়ি থেকে লোক দিয়ে চেক এনে স্বাক্ষর করিয়ে নিয়ে তাড়িয়ে দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেন।
শিরোনাম:
- যশোর পাউবোর রেস্টহাউজে নারী নিয়ে ধরা এক ওসি : মোটা টাকায় রফা !
- ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যয় সোহাগের
- নির্বাচনকে পিছিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোটকে বিজয়ী করুন : অধ্যাপক গোলাম রসুল
- সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলী আসগার লবীর মতবিনিময়
- কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়কসহ ৪ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা
- অভয়নগরে যুবকের মরদেহ উদ্ধার
- যশোরে বলাৎকারে অভিযুক্ত রনি আটক