বাংলার ভোর প্রতিবেদক: যশোরে চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই মামলায় বাঁধন নামে একজনকে শ্যোন এরেস্টের আবেদন করেছে পুলিশ। এর আগে ১৪ মার্চ একটি মামলায় বাঁধন কারাগারে বন্দি রয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি শহরের বারান্দীপাড়া বিসিএমসি কলেজের সামনে সুধাংশু সরকার নামে ওই চালককে কুপিয়ে আহত করা হয়। বাঁধন বারান্দী মোল্যাপাড়া এলাকার জনির ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১২টি মামলা আছে।
সদর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রোকিবুজ্জামান জানিয়েছেন, ঘটনার পর এলাকা পরিদর্শন, নৈশ প্রহরীদের বক্তব্য এবং সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ পর্যালোচনা করে বাঁধন এই ঘটনার সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। ফলে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করতে পারলে এই ছিনতাই বিষয়ে আরো তথ্য পাওয়া যাবে।
শিরোনাম:
- যশোর করোনারি কেয়ার ইউনিটে মিলবে জীবন হুমকির সম্মুখীন রোগীর সেবা
- জেডিএস’র এডহক কমিটিতে কাজী ইনাম: প্রতিবাদে স্মারকলিপি, ঘেরাও
- অনলাইনে প্রতারণায় ৪৭ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের ৩ সদস্য আটক
- যশোরে দুই স্কুল ছাত্র ছুরিকাহত
- খুলনা বিভাগের পাঁচ জেলার ৪৬ সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের সহায়তা
- যশোরে সংবাদ সম্মেলন এনজিও কর্মকর্তার বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগে
- যশোর জেলা ক্রীড়া সংস্থা কাকে খুশি করতে অ্যাডহক কমিটিতে ‘ইনাম’ ?
- অভয়নগরে মৎস্যজীবী দলের কর্মী সভা অনুষ্ঠিত