মাগুরা প্রতিনিধি
কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে পাট বিতরণ করা হয়।
আজ (বুধবার) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে মাগুরা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে পাট বীজ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসের বাবলু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. রেজাউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির।
সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির জানান, সদর উপজেলায় এবছর ৫ হাজার ৫ শত কৃষকদের মাঝে জনপ্রতি ১ কেজি হারে পাট বীজ বিতরণ করা হচ্ছে।