বাংলার ভোর প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে আজ (বুধবার) এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করেছে।
আজ (বুধবার) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে, বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার ঘটনায় প্রতিবাদ সমাবেশও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার সভাপতি আফরোজা শিরিন ও বাংলাদেশ মহিলা পরিষদ এর অন্যান্য সদস্যগন। গত১৫ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ অবন্তিকা,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলাম কর্তৃক প্ররোচনায় আত্মহত্যা করেছে বলে দাবি করেন। পাশাপাশি উল্লেখিত ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।