বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বেশির ভাগ অঞ্চলে আগামী শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওজোপডিকো যশোর-১ অঞ্চলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিজিসিবির (জাতীয় গ্রীড) চলমান পিজিএনএস (জিটুজি) প্রকল্পের আওতায় যশোর ১৩২/৩৩ কেভি এআইএস গ্রিড উপকেন্দ্রের উন্নয়নমূলক কাজ করা হবে।
ওজোপাডিকো যশোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন সকল এলাকা (যেমন জজ কোর্ট মোড়, কালেক্টরেট ভবন, জজ কোর্ট, দড়াটানা, পৌরসভা, স্টেডিয়ামপাড়া, সার্কিট হাউজ পাড়া, আশ্রম রোড, রেল রোড, ষষ্ঠীতলা, বেনাপোল রোড, মুজিব সড়ক, চাঁচড়া, সুজলপুর, বেজপাড়া, আর এন রোড, চৌরাস্তা, গাড়িখানা রোড, এমকে রোড, ভোলাট্যাংক রোড, পিটিআই রোড, শংকরপুর, টিটিসি, নীলগঞ্জ, বকচর, রাজারহাট, মুড়লী, হুসতলা, পোস্ট অফিস পাড়া, মাইকপট্টি, রামনগর, কাজীপুর আইটিপার্ক, খড়কি, ধর্মতলা, মিশন পাড়া, চোপাদারপাড়া, তালতলা, বনানী রোড, রেলগেট, রায়পাড়া ইত্যাদি) শুক্রবার সকাল ৬ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন।