সাতক্ষীরা সংবাদদাতা
‘যমজ ছেলে ও যমজ মেয়ে আল্লাহ পাকের দান, দিনের পথে গড়তে হবে এটাই আহ্বান’ এই স্লোগানকে সামনে রেখে যমজ পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার) বিকেলে শহরের ম্যানগ্রোভ সভা ঘরে আরিফ আর্ট এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
হাফেজ মো. সাইফুদ্দিনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি স ম তুহিন, যমজ পরিবারের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিরন, অভিভাবক শেখ সাঈদ হাসান প্রমুখ।
ইসলামী গজল পাঠ করেন আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।