♦মণিরামপুরের প্রত্যন্ত অঞ্চলে ব্যতিক্রমী ‘ভিলেজ ক্যাম্পেইন’
বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুরের প্রত্যন্ত অঞ্চলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে ব্যতিক্রমী আয়োজনে ‘ভিলেজ ক্যাম্পেইন’ করেছে উলাসী সৃজনী সংঘ। সংঘের নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের আওতায় যশোরের মণিরামপুর উপজেলার চণ্ডীপুর গ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ‘ভিলেজ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৩ মার্চ) মণিরামপুর উপজেলার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। স্বাগত বক্তব্য দেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। বিশেষ অতিথি ছিলেন, মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খাতুন, ঝাঁপা ইউপি চেয়ারম্যান শামসুল হক মন্টু ও প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জ’র অর্থায়নে উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জ উই প্রকল্প বাস্তবায়ন করছে।