বাংলার ভোর প্রতিবেদক
যশোর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি বার্মিজ চাকুসহ চার যুবককে আটক করেছে। আটকরা হচ্ছে যশোর শহরের বারান্দীপাড়া আমতলা মোড়ের বরকত আলী সাফা (২১), হাসিবুল ইসলাম (১৯), পূর্ব বারান্দী মোল্লাপাড়া প্রাইমারি স্কুলের সামনের ইয়াসিন আরাফাত (২১) এবং মোল্লাপাড়া কবরস্থান রোডের জিসান (১৯)।
যশোর সদর পুলিশ ফাঁড়ির এসআই ইমরানুর কবীর জানিয়েছেন শুক্রবার রাতে শহরের বড় বাজার এইচএমএম রোডের আশরাফুল আলম ধনুর বিউটি সু নামক দোকনের সামনে কতিপয় যুবক ক্ষমতার দাপট দেখানোর জন্য অবস্থান করছে এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ওই যুবকদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে সাফার প্যান্টের পকেট থেকে ১টি স্টিলের চাকু উদ্ধার করা হয়।
এই ঘটনায় চারজনের নামে দ্রুতবিচার আইনে কোতয়ালি থানায় মামলা হয়েছে