বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার মাহিদিয়া পূর্বপাড়ার অশোক কুমার ভাসকরের জমি দখল করে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে জানা গেছে, মাহিদিয়া পূর্বপাড়ার অশোক কুমার ভাসকরের পৈত্রিক দাগ খতিয়ানভুক্ত জমিতে পুকুর ও মন্দির রয়েছে। ওই ৭৮ শতক জমির মধ্যে পৈত্রিক ও ক্রয় সূত্রে তার ৩৯ শতক জমি রয়েছে। এর মধ্যে তার চাচা রতনের ছেলে শ্রীবাস ও প্রকাশের কাছ থেকে তাদের পৈত্রিক জমির মধ্যে ২৮ শতক জমি যশোর শহরের শংকরপুরের টিসিএল ক্লিনিকের মালিক নুরুজ্জামান ভয়ভীতি দেখিয়ে কিনে নিয়েছে। এরপর ৯ মার্চ সকালে ওই জমির পাশে তার জমিতে ট্রাকযোগে মাটি দিয়ে ভরাট করতে থাকে। এতে বাধা দিলে সে আমাকে জীবননাশের হুমকি দিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
এ ঘটনায় বিষয় যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়ি এসআই মালেক ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য জমির সীমানা চিহ্নিত না হওয়া পর্যন্ত মাটি ভরাট বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন।